Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এপিএ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় 
বাগাতিপাড়া,নাটোর।
     
 
স্মারক নং-৪৪.০৩.৫০৭৬.০০৫.১৫.০০৫.১৯-  ১৯৪                                                            তারিখ ঃ-   ০১ /০৬/২০১৯ 
প্রতি ঃ জেলা কমান্ড্যান্ট
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
নাটোর।
 
 
বিষয় ঃ   সরকারী কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতা ২০১৯-২০২০ অর্থ বছরের  উপজেলা পর্যায়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদন সংক্রান্ত প্রসঙ্গে।
 
 
সূত্র ঃ ক) সদর দপ্তর, স্মারক নং-৪৪.০৩.০০০০.০৪২.১০.০১৮.১৭.৯১,  তারিখ: ৩০/০৭/২০১৯ খ্রিষ্টাব্দ।
 
 
উপর্যুক্ত বিষয়ের আলোকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারী কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের উপজেলা পর্যায়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদন সংক্রান্ত তথ্যাদি সদর দপ্তর কর্তৃক প্রেরিত “ছক” মোতাবেক সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদ্সঙ্গে প্রেরণ করা হলো। 
 
 
সংযুক্তঃ
১। বার্ষিক কর্মসম্পাদন কর্মসূচি-- ০৯ (নয়) পাতা।
 
 
 
 
(তরুন কুমার ঘোষ)
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা
                                                                            বাগাতিপাড়া,নাটোর।
 
 
 
 
পরিশিষ্ট - ‘ক’
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 
 
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় 
বাগাতিপাড়া,নাটোর।
 
 
এবং 
 
 
জেলা কমান্ড্যান্ট
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
নাটোর।
 
 
 
 
 
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি
 
 
 
 
১ আগষ্ট, ২০১৯ - ৩০ জুন, ২০২০ পর্যন্ত
 
 
 
সূচীপত্র ঃ
 
১। বাগাতিপাড়া উপজেলার কর্মসম্পাদনের সার্বিক চিত্র............................................................................................. ১
২। উপক্রমনিকা (চৎবধসনষব)........................................................................................................... ২
৩। সেকশন ১: সদর  উপজেলার রুপকল্প অভিলক্ষ্য কৌশলগত এবং কার্যাবলী.................................................................৩
৪। সেকশন ২: আনসার ও ভিডিপি বিভিন্ন কার্যক্রমের চুড়ান্ত ফলাফল/প্রভাব......................................................... ৪
৫। সেকশন ৩: কৌশল উদ্দেশ্য, অগ্রাধিকার কার্যক্রম, কর্মসম্পাদন সূচক এবং লক্ষ্যমাত্রাসমূহ.................................. ৫-৭
৬। সংযোজনী ১: শব্দ সংক্ষেপ...............................................................................................................৮
৭। সংযোজনী ২: কর্মসম্পাদন সূচকসমূহ, বাস্তবায়নকারী কার্যালয়সমূহ এবং পরিমাপ পদ্ধতি এর বিবরণ........................ ৯
 
 
 
 
 
 
 
 
 
 উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বাগাতিপাড়া,নাটোর এর কর্মসম্পাদনের সার্বিক চিত্র
(ঙাবৎারবি ড়ভ ঃযব চবৎভড়ৎসধহপব ড়ভ টঢ়ড়ুরষধ অহংধৎ ্ ঠফঢ় ঙভভরপব, ইধমধঃরঢ়ধৎধ, ঘধঃড়ৎব)
 
(ক) সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ ঃ-
১) একাদশ জাতীয় সংসদ নির্বাচন/২০১৮ এ ভোট কেন্দ্রে নিরাপত্তা বিধানে ৫৪০  জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন।
২) বাগাতিপাড়া উপজেলায় সরকারী ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতকরণে  ১৪  জন আনসার সদস্য মোতায়েন।
৩) বাগাতিপাড়া উপজেলায় পর্যায়ের নির্বাচন, উপনির্বাচন, দূর্গাপূজাসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সময়ে নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদের সুষ্ঠ ও সুন্দরভাবে মোতায়েন।
৪) বাগাতিপাড়া উপজেলায় ইউনিয়ন আনসার সহকারী প্লাটুন কমান্ডার ০১ জনকে প্রশিক্ষন করানো  হয়েছে।
৫) আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদেরকে মৌলিক প্রশিক্ষণে প্রশিক্ষনার্থী প্রেরন ছাড়াও বিভিন্ন পেশাভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণে প্রশিক্ষনার্থী প্রেরন করা হয়। যেমন- বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ, সেলাই ও ফ্যাশন ডিজাইন (অতিরিক্ত নকশি কাঁথা তৈরি) প্রশিক্ষণ, ড্রাইভিং প্রশিক্ষণ, ওয়েল্ডিং ৪জি প্রশিক্ষক, টাইলস সেটিং প্রশিক্ষণ, ম্যাশনারি এন্ড রড বাইন্ডিং প্রশিক্ষণ, মোবাইল ফোন সার্ভিসিং, মোবাইল ফোন মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ, ফ্রিজ এন্ড এয়ারকন্ডিশনার প্রশিক্ষণ ও অটোমোবাইল প্রশিক্ষণ ইত্যাদিতে প্রশিক্ষণার্থী প্রেরণ নিশ্চিত করে দক্ষ মানব সম্পদ সৃষ্টি এবং জীবনযাত্রারমান উন্নয়নে অবদান           
 
(খ) সমস্যা ও চ্যালেঞ্জসমূহ :
১)          বাগাতিপাড়া উপজেলা পর্যায়ে তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ সরঞ্জাম এর অভাব।
             ২) লজিষ্টিক সাপোর্ট তথা যানবাহনের স্বল্পতা।
৩) বাগাতিপাড়া উপজেলা পর্যায়ের কর্মচারী সংকট।
৪) বাগাতিপাড়া উপজেলা পর্যায়ের ডিজিটাল সরঞ্জাম এর অভাব ।
৫) অবকাঠামোগত সমস্যা।
 
গ) ভবিষ্যৎ পরিকল্পনা :
১) বাগাতিপাড়া উপজেলা আইন-শৃংখলা রক্ষায়  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।
২) সমস্যা ও চ্যালেঞ্জ সমূহ দূর করে উপরে উল্লেখিত অর্জনসমূহ অব্যাহত রাখা।
৩) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক গৃহীত সকল প্রশাসনিক দায়িত্ব সঠিকভাবে পালন।
৪) সরকার তথা রাষ্ট্রকর্তৃক অর্পিত সকল দায়িত্ব সঠিকভাবে পালন।
 
ঘ) ২০১৯-২০২০ অর্থ বছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ ঃ-
১। সরকারী-বেসরকারী  গুরুত্বপূর্ণ স্থাপনা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে নিরাপত্তা নিশ্চিতকরণ।
২। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গীবাদ, যৌন হয়রানি, মাদক, বাল্যবিবাহ প্রভূতি রোধকল্পে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)  সদস্য-সদস্যাদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা।
৩। বাগাতিপাড়া উপজেলা নির্বাচন, স্থানীয় পর্যায়ের নির্বাচন এবং দূর্গাপূজাসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সময়ে নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদের সুষ্ঠ ও সুন্দরভাবে মোতায়ন নিশ্চিত করা।
৪। বাগাতিপাড়া উপজেলায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদেরকে মৌলিক প্রশিক্ষণ ছাড়াও বিভিন্ন পেশাভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণে প্রশিক্ষনার্থী দেয়া হয়। যেমন- বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ, ড্রাইভিং প্রশিক্ষণ, ওয়েল্ডিং ৪জি প্রশিক্ষণ, টাইলস সেটিং প্রশিক্ষণ, ম্যাশনারি এন্ড রড বাইন্ডিং প্রশিক্ষণ, মোবাইল ফোন সার্ভিসিং, মোবাইল ফোন মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ, ফ্রিজ এন্ড এয়ারকন্ডিশনার প্রশিক্ষণ ও অটোমোবাইল প্রশিক্ষণ ইত্যাদিতে প্রশিক্ষণার্থী প্রেরণ নিশ্চিত করে জনগণের জীবনযাত্রারমান উন্নয়নে অবদান রাখা।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
উপক্রমনিকা (চৎবধসনষব)
 
আমি তরুন কুমার ঘোষ , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বাগাতিপাড়া,নাটোর,  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নাটোর জেলার দায়িত্বে নিয়োজিত জেলা কমান্ড্যান্ট, নাটোর, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের নিকট অঙ্গীকার করছি যে, এই চুক্তিতে বর্ণিত ফলাফল অর্জনে সচেষ্ট থাকব।
 
এবং
 
আমি মোহাঃ শফিকুল আলম, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,নাটোর, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা,বাগাতিপাড়া, নাটোর এর নিকট অঙ্গীকার করছি যে, এই চুক্তিতে বর্ণিত ফলাফল অর্জনে বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়কে  সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।
 
 
 
স্বাক্ষরিত ঃ
 
 
 
 
..............................................         ................................................
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা 
বাগাতিপাড়া, নাটোর। তারিখ:- 
 
 
 
 
...............................................           ..............................................
জেলা কমান্ড্যান্ট   তারিখ:- 
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
নাটোর। 
 
 
 
 
 
 
 
 
সেকশন-১
 
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বাগাতিপাড়া উপজেলার রুপকল্প (ঠরংরড়হ), অভিলক্ষ্য (গরংংরড়হ), কৌশলগত উদ্দেশ্যসমূহ (ঝঃৎধঃবমরপ ঙনলবপঃরাবং) এবং কার্যাবলী (ঋঁহপঃরড়হ)ঃ
 
১.১ রুপকল্প  (ঠরংরড়হ) ঃ “সুখী সমৃদ্ধ ও নিরাপদ রাষ্ট্র গঠনে উপজেলা পর্যায়ের সর্বত্র শান্তি, শৃংখলা, উন্নয়ন ও নিরাপত্তা বিধান”। 
১.২ অভিলক্ষ্য (গরংংরড়হ) ঃ
১) জননিরাপত্তা ও দূর্যোগ মোকাবেলা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ।
২) বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্য-সদস্যাকে মানব সম্পদে রুপান্তরের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন;
৩) সরকারের নির্দেশে আইন-শৃংখলা রক্ষা ও আভিযানিক কার্যক্রমে অন্যান্য বাহিনীর সাথে অংশগ্রহণ।
 
কৌশলগত উদ্দেশ্যসমূহ (ঝঃৎধঃবমরপ ঙনপবপঃরাবং) ঃ 
১.৩.১ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাগাতিপাড়া উপজেলার কৌশলগত উদ্দেশ্যসমূহ :
১. কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন।
২.  জনরিাপত্তা মূলক কাজে সরাসরি অংশগ্রহণ।
৩. যে কোন দূর্যোগ ব্যবস্থাপনা ও মোকাবেলায় অংশগ্রহণ করা।
 
১.৩.২ আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ :
১। কর্মসম্পাদনে গতিশীলতা আনয়ন ও সেবার মান বৃদ্ধি।
২। দপ্তরিক কর্মকান্ডে স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ।
৩। আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন
            কার্যাবলী  (ঋঁহপঃরড়হ) ঃ
১. জনবলের নিরাপত্তা বিধানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, অঙ্গীকারবদ্ধ।
২. আর্থ-সামাজিক উন্নয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োজিত রয়েছে।
৩. সরকারী-বেসরকারী গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নির্ধারিত ভাতায় আনসার বাহিনী অঙ্গীভূত করা হয।
৪. জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান  আদালতের নিয়মিত কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করা।
৫. আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যা হিসেবে প্লাটুনভুক্ত করা হয়।
৬. সদস্য-সদস্যাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণসহ বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ প্রদান ।
৭. জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচন, দূর্গাপূজাসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সময়ে নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যাদের নিয়োজিত করা।
৮. জাতীয় দূর্যোগ মোকাবেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যাদের মোতায়েন করা হয়।
৯. আইন-শৃংখলা রক্ষায় পুলিশ ও অন্যান্য বাহিনীর সাথে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অংশগ্রহণ নিশ্চিত করা।
১০. আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদেরকে মৌলিক প্রশিক্ষণ ছাড়াও বিভিন্ন পেশাভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণে  প্রশিক্ষনার্থী দেয়া হয়। যেমন- বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ, সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ, ড্রাইভিং প্রশিক্ষণ, ওয়েল্ডিং ৪জি প্রশিক্ষক, টাইলস সেটিং প্রশিক্ষণ, ম্যাশনারি এন্ড রড বাইন্ডিং প্রশিক্ষণ, মোবাইল ফোন সার্ভিসিং, মোবাইল ফোন মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ, ফ্রিজ এন্ড এয়ারকন্ডিশনার প্রশিক্ষণ ও অটোমোবাইল প্রশিক্ষণ ইত্যাদি।
 
 
সেকশন-২
বাগাতিপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বিভিন্ন কার্যক্রমের চুড়ান্ত ফলাফল/প্রভাব  (ঙঁঃপড়সব/ওসঢ়ধপঃ)
চুড়ান্ত ফলাফল/প্রভাব চুড়ান্ত ফলাফল সূচক একক প্রকৃত অর্জন ২০১৭-১৮ প্রকৃত অর্জন ২০১৮-১৯ লক্ষ্যমাত্রা ২০১৯-২০ প্রক্ষেপণ নির্ধারিত লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে যৌথভাবে দায়িত্বফালন মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা সমূহের নাম উপাত্তসূত্র
২০২০-২১ ২০২১-২২
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০
বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের অর্থ সামাজিক অবস্থার উন্নতি করা ১.১ প্রশিক্ষণ সংখ্যা (হাজার) ০.০৩ ০.০৩০ ০.০৩১ ০.০৩২ ০.০৪৪ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা অধিদপ্তর, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড
২ বিভিন্ন সরকারি/বেসরকারি সংস্থা, স্থাপনা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদান করা ২.১ ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার ও ভিডিপি সদস্য/সদস্যামোতায়েন সংখ্যা (হাজার) ০.১২ ০.১২৭ ০.১৪৪ ০.১৫৫ ০.১৬৬ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, নির্বাচন কমিশন, জেলা প্রশাসন
৩ যে কোন দুর্যোগ মোকাবেলা  ও  দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ভলান্টিয়ার তৈরি করা ৪.১ ভলান্টিয়ার  (সেচ্ছা সেবী) জনবল তৈরী সংখ্যা (হাজার) ০.০১৮ ০.০৩১ ০.০৩৩ ০.০৩৮ ০.০৪৪ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা অথিদপ্তর, জেলা প্রশাসন, দূর্যোগ ব্যবস্থাপনা
 
 
সেকশন-৩
কৌশলগত উদ্দেশ্য, অগ্রাধিকার, কার্যক্রম, কর্মসম্পাদন সূচক এবং লক্ষ্যমাত্রাসমূহ
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়,বাগাতিপাড়া,নাটোর।
 
কৌশলগত উদ্দেশ্য কৌশলগত উদ্দেশ্যের মান কার্যক্রম কর্মসম্পাদন সূচক একক কর্মসম্পাদন সূচকের মান প্রকৃত অর্জন লক্ষমাত্রা/নির্ণায়ক ২-১৯-২০ প্রক্ষেপণ ২০২০-২১ প্রক্ষেপণ২০২১-২২
২০১৭-১৮ ২০১৮-১৯ অসাধারণ অতিউত্তম উত্তম চলতিমান চলতিমানের নি¤েœ
১০০% ৯০% ৮০% ৭০% ৬০%
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
কৌশলগত উদ্দেশ্য সমূহ
১.জননিরাপত্তা নিশ্চিত করা ২০ ১.১ সমতল এলাকায় জনগণের নিরাপত্তা বিধান ১.১.১ টহল অভিযান পরিচালিত সংখ্যা (হাজার) ৫ ০.১১ ০.১১৪ অসাধারণ ০.১১৬ ০.১১৮
১.২ কেপিআই এর নিরাপত্তা বিধান ১.২.১ মোতায়েনকৃত জনবল সংখ্যা (হাজার) ১০ .০২২ ০.০২৫৫ অসাধারণ ০.০২৭ ০.০৩
১.৩ দুর্গাপুজা, জাতীয় ও স্থানীয় নির্বাচনের নিরাপত্তা বিধান ১.৩.১ মোতায়েনকৃত জনবল সংখ্যা (হাজার) ৫ ০.১১ ১.১১ অসাধারণ ০.৭২২ ০.৫০
২. বিজ্ঞ আদালতের নির্দেশ  অনুযায়ী তদন্ত কার্যক্রম পরিচালনা ১০ ৩.১ দেওয়ানী ফৌজদারী মামলা বিজ্ঞ আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত কার্যক্রম পরিচালনা ৩.১.১ দাখিলকৃত প্রতিবেদন সংখ্যা (হাজার) ১০ ০.০০১ .০০২ অসাধারণ ০.০০৩ ০.০০৪
৩. দুর্যোগকালীন ও দুয়োগ করবর্তী সময়ে বিভিন্ন  স্থানে উদ্ধার তৎপরতা পরিচালনা ও ত্রাণ বিতরণ ৫ ৪.১ দুর্যোগ কালীণ ও দুর্যোগ পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা পরিচালনা ও ত্রাণ বিতরণ ৪.১.১ পরিচালিত উদ্ধার অভিযান সংখ্যা (হাজার) ৫ ০.০৩ ০.০৪ অতি উত্তম ০.০৬ ০.০৭
৪.প্রশিক্ষন প্রদান ৫.২ সদস্য-সদস্যাদের প্রশিক্ষণ প্রদান (ভিডিপি প্রশিক্ষণ) ৫.২.১ প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থী সংখ্যা (হাজার) ৫ ০.০৭ ০.২ অসাধারণ ০.৩ ০.৪
৫.ক্রীড়া উন্নয়ন ৫ ৬.১ ক্রীড়া ক্ষেত্রে অর্জিত সাফল্য (জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগীতায়) ৬.১.১ প্রদানকৃত পদক সংখ্যা (হাজার) ৫
  
 
 
 
সংযোজনী-১
 
 
 
 
শব্দ সংক্ষেপ
(অপৎড়হুসং)
ক্র: নং আদ্যক্ষর পূর্ণ বিবরণ
১ ঠউচ ঠরষষধমব উবভবহপব চধৎঃু 
২ ঞউচ ঞড়হি উবভবহপব চধৎঃু
৩ অউচ অহহঁধষ উবাবষড়ঢ়সবহঃ চৎড়মৎধসসব
 
 
 
 
 
  
 
 
 
সংযোজনী-২
 
কর্মসম্পাদন সূচকসমূহ, বাস্তবায়নকারী কার্যালয়সমূহ এবং পরিমাপ পদ্ধতি এর বিবরণ
 
ক্রমিক নম্বর কর্মসম্পাদন সূচক বিবরণ বাস্তবায়নকারী ইউনিট পরিমাপ পদ্ধতি এবং উপাত্ত সূত্র সাধারণ মন্তব্য
১ ১.৩ কেপিআই এর নিরাপত্তা বিধান ১.৩.১ দেশের বিভিন্ন সরকারী-বেসরকারী  সংস্থা যেমন- উত্তরা গণভবন, পল্লী বিদ্যুৎ, সার গোডাউন,ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানসহ  বিভিন্ন কেপিআই প্রতিষ্ঠানের সম্পদের নিরাপত্তা বিধান করার জন্য সাধারণ আনসার সদস্যগণ দায়িত্ব পালন করেছেন। জেলা আনসারও ভিডিপি কার্যালয় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাসিক প্রতিবেদন
২ ১.৪ জাতীয় ও স্থানীয় নির্বাচনের নিরাপত্তা বিধান ১.৪.১ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় নির্বাচনসমূহের নিরাপত্তা  ও আইন-শৃংখলা রক্ষার জন্য এ উপজেলার আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা গণ দায়িত্ব পালন করে। উপজেলা আানসার ও ভিডিপি কার্যালয় এ জেলা ইউনিটের অধীনস্থ বার্ষিক প্রতিবেদন হতে প্রাপ্ত।
৩ ১.৫ পূজা মন্ডপের নিরাপত্তা বিধান ১.৫.১ আইন-শৃংখলা ও সার্বিক নিরাপত্তা বিধানের জন্য দুর্গাপূজায় এ জেলার আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ দায়িত্ব পালন করে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এ জেলা ইউনিটের অধীনস্থ বার্ষিক প্রতিবেদন হতে প্রাপ্ত।
৪ ৫.১ দেওয়ানী ও ফৌজদারী মামলা বিধান ৫.১.১ বিজ্ঞ আদালত বিভিন্ন দেওয়ানী ও ফৌজদারী মামলার তদন্ত কার্যের দায়িত্ব উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণকে প্রদান করে থাকে। ইউএভিডিও এ জেলা ইউনিটের অধীনস্থ বার্ষিক প্রতিবেদন হতে প্রাপ্ত।
৫.১.২ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামলার তদন্ত কার্য পরিচালনা করে।
৫.১.৩ সরেজমিনে তদন্তপূর্বক প্রাপ্ত তথ্য বিজ্ঞ আদালতের কাছে মতামত পেশ করেন।